সর্বশেষঃ
বরখাস্ত হলেন এনবিআরের আরও ৫ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে- ইবি উপাচার্য ৩ শর্তে করিজীবী পুরুষরা পিতৃত্বকালীন ছুটি  পাবেন : স্বাস্থ্য উপদেষ্টা সাদা পাথর কেলেঙ্কারির ঘটনায় কোম্পানীগঞ্জের ইউএনও বদলি ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশে শিক্ষা উপদেষ্টার সই এ সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব আখতার আহমেদ মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে  ঝিনাইদহ জেলা আওয়ামী নেতা সাবেক এমপি অপু গ্রেপ্তার আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটের নতুন জেলা প্রশাসক `নির্বাচন নিয়ে শঙ্কাকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়’
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে- ইবি উপাচার্য

সাকিব আসলাম, ইবি”

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের নামে চালু হওয়া ভুয়া ফেসবুক পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘অফিসিয়াল পেজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করছি।’

তিনি এসময় বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানিয়ে আরও বলেন , ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে অননুমোদিত পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায় তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

ফেইক আইডি/পেজ সনাক্তকরণ কমিটির প্রধান আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, পেজ যেহেতু ফেসবুকের প্রডাক্ট সুতরাং এগুলো আমরা বন্ধ করতে পারি না। পেজ বন্ধ করার জন্য সরকার অনুরোধ করতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এভাবে ফেসবুকের কাছে অনুরোধ করতে পারে না। কিন্তু আমরা যদি এডমিন এবং কারা চালায় চিহ্নিত করতে পারি এবং তারা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কেউ হয় তাহলে তাদের শাস্তির আওতায় আনতে পারি।”

আইসিটি সেলের পরিচালক জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো অফিসিয়াল পেইজটিতে ফলো দেয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এবং ভুয়া পেইজগুলো অকার্যকর হয়ে পড়বে।’

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. মুহা. শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12