উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ১৫২টির মনোনয়নপত্র দাখিলের শেষ দিনসোমবার ৯১৫ এপ্রিল)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় সবশেষ তারিখ ১৫ই এপ্রিল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পরবেন তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২শে এপ্রিল।
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩শে এপ্রিল। প্রথম ধাপে নির্বাচন হওয়া এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ই মে। এই নির্বাচনকে সম্পন্ন করতে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, এই উপজেলা পরিষদ নির্বাচনের সম্পূর্ণ সিস্টেমটাই অনলাইনে হবে। মনোনয়নপত্র অনলাইনে দাখিল করতে হবে। জামানতের টাকাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন প্রার্থীরা।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২১শে এপ্রিল। মনোনয়নপত্র বাছাই-বাছাই ২৩শে এপ্রিল।
আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০শে এপ্রিল। প্রতীক বরাদ্দ ২রা মে। আর এসব উপজেলায় ভোটগ্রহণ হবে ২১শে মে।