দূরবীন নিউজ ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবার আগামী এক সপ্তাহের মধ্যে মিসরের পেঁয়াজ আসার কথা রয়েছে। এই পেঁয়াজ এলে কেজিপ্রতি ৮০ টাকার মধ্যে পাওয়া যাবে। পেঁয়াজের সংকট কাটতে আরও অন্তত এক মাস লাগবে।
২৭ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
নগরীর আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের (বিআইটিএফ) উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমাদের নিজেদের পেঁয়াজ নেই। পেঁয়াজের দামে এবার আমাদের শিক্ষা হয়েছে। কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন পেঁয়াজ উৎপাদন বাড়াতে জোর চেষ্টা চালাবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের যেন আর বাইরের ওপর নির্ভর করতে না হয়। এবার হয়তো কষ্ট হবে। তবে কখনও কোনো কোনো কষ্ট নতুন দুয়ার খুলে দেয়ার ব্যবস্থা করে।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর। ভারতের তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্বভারতের ৫ কোটি মানুষ। ভারতকে বন্দর ব্যবহারের সুযোগ দিলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বাড়বে। বন্দরের সক্ষমতাও বাড়বে। বাড়বে রাজস্ব আদায়। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে।
সিএমসিসিআই সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। বক্তব্য রাখেন সিএমসিসিআই সহসভাপতি এএম মাহবুব চৌধুরী, আবদুস সামাদ লাভু, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর বিস্ময়। এটি সম্ভব করেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে তিনি পরিশ্রম করছেন। ১০ মাসে ২৫-৩০টি দেশ ঘুরেছি। সবার প্রশ্ন বাংলাদেশের উন্নতির চাবিকাঠি কী? ২০২১ সাল হবে আমাদের জন্য মাইলস্টোন। ৬০ বিলিয়ন ডলার রফতানি টার্গেট। # একে