সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

আমিন বাজার ল্যান্ডফিল আধুনিকীকরণে ১২৭২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে ডিএনসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর উপকন্ঠে ১ হাজার ২৭২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে আমিন বাজার ল্যান্ডফিল স¤প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই প্রকল্পের জন জিওবি তহবিল ১ হাজার ২৪৩ কোটি ৪৮ লাখ টাকা আর ডিএনসিসির নিজস্ব অর্থায়ন রয়েছে ২৮ কোটি ৫৬ লাখ টাকা।

২০২০ সালের জানুয়ারি থেকে এই ল্যান্ডফিল প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাস্তবতার নিরিখে আমিনবাজার ল্যান্ডফিল স¤প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের উদোগ নিয়েছে ডিএরনসিসি।

বুধবার (১ নভেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে ভ‚মির উপর চাপ কমানো;পরিবেশ বান্ধব ও মানসম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিরাপদে নির্দিষ্ট স্থানে অপসারণের ব্যবস্থাকরণ; বর্জ্য হতে কার্বন নি:সরণের পরিমাণ হ্রাসকরন;বর্জ্যের পরিমান হ্রাস করে সম্পদে রূপান্তর করার লক্ষ্যে ইনসেনারেশন প্লান্ট স্থাপন করা। রির্সোস রিকভারী সুবিধা স্থাপনের মাধ্যমে ল্যান্ডফিলে বর্জ্যের পরিমান কমিয়ে সম্পদে রুপান্তর করা।

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম: ৮০ একর ভ‚মি অধিগ্রহণ। ৩০ একর ভ‚মিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসেনারেশন প্লান্ট স্থাপন। ৫০ একর ভ‚মিতে মেডিক্যাল বর্জ্য, ই-বর্জ্য ও উবনৎরং ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল স্থাপন। ভারী যান-যন্ত্রপাতি ক্রয় (হাইড্রোলিক এক্সকেভেটর-৩টি, বুলডোজার, চেইনডোজার-৬টি, লং আর্ম এক্সকেভটর-২টি)। ভ‚মি উন্নয়ন,রাস্তা ও বাঁধ নির্মান।

ফাইল ছবি–

তিনি আরও জানান, প্রকল্পে বেশ কিছু সুফল রয়েছে। এরমধ্যে ইনসিনারেশন প্লান্টে প্রতিদিন ৩০০০ টন বর্জ্য পোড়ানোর মাধ্যমে ৪২.৫ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা জাতীয় গ্রীডে যুক্ত হবে। বর্জ্য পোড়ানোর ফলে উৎপন্ন ঋষু অংয সিমেন্ট ফ্যাক্টরীতে সিমেন্টর জধি গধঃবৎরধষং হিসেবে এবং ইড়ঃঃড়স অংয রোড কনস্ট্রাকশন গধঃবৎরধষং হিসেবে ব্যবহৃত হবে। মাথাপিছু বর্জ্য ডিসপোজালের হার বৃদ্ধি ও সংশ্লিষ্ট রোগের মাত্রা হ্রাস,ল্যান্ডফিলের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও দুর্গন্ধের হার হ্রাসল্যান্ডফিলে লিচেট ও মিথেন গ্যাসের হার হ্রাস,মাটি, পানি ও বায়ূ দূষণের হার হ্রাস ও সর্বপুরি ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলা।

গত ৩১ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

এদিকে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের স্বপ্ন দেখছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে উন্নত দেশের মতো আমাদের দেশেও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিশ্চিত হবে। বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। এর ফলে ফেলে দেওয়া বর্জ্য পরিণত হবে সম্পদে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব ও মান সম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ, পরিবহন, নির্দিষ্ট নিরাপদ স্থানে বর্জ্য ডিস্পোজালের ব্যবস্থা করা হবে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনাজনিত কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস হবে।’ # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12