নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রতিমন্ত্রী ,বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণের নামে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি নতুন মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে পৃথক অভিযোগে একই ধরনের ঘটনায় মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে আরও ৮টি মামলা দায়ের করেছেন দুদক। এপর্যন্ত মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করেছে দুদক।
মঙ্গলবার (১০ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মামলা মেজর (অব.) আবদুল মান্নানসহ বিরুদ্ধে ১৪ জনকে আসামী করা হয়েছে। এবারের মামলায় ঋণ গ্রহীতা মো. রফিক উদ্দিন ও বিআইএফসির ১৩ কর্মকর্তাসহ ১৪ জন আসামী।
মামলার অভিযোগে উল্লেখ রয়েছেন; মেজর (অব.) আব্দুল মান্নান বিআইএফসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজসে মো. রফিক উদ্দিন নামের একজন ঋণ গ্রহীতার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১১ কোটি ৭০ লাখ টাকা ঋণ মঞ্জুর করেন। পরবর্তীতে ওই ঋণ বিতরণ দেখিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়। যা সুদে-আসলে ১৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। আসামিদের বিরুদ্ধে দÐবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল নিরাপত্তা জামানত ছাড়া ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে ৮ম মামলা দায়ের করে সংস্থাটি।
আরও জানা যায়, এখন পর্যন্ত মেজর (অব.) এম এ মান্নান, তার স্ত্রী ও কন্যাসহ তার পরিবারের বিরুদ্ধে বিআইএফসির অর্থ আত্মসাতের ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে ও সাতটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। # কাশেম