দূরবীণ নিউজ প্রতিনিধি :
ক্ষমতার অপব্যবহার ,জালিয়াতি,পানির অতিরিক্ত বিল তৈরি, গ্রাহকদের হয়রানী এবং মোটা অংকের ঘুষ কেলেঙ্কারিসহ নান দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার উত্তরখানের মোল্লাবাড়ি জোনের মিটার রিডার ওমর ফারুকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরিচালিত অভিযানে অভিযোগের বেশ কিছু সততা পেয়েছেন দুদকের কর্মকর্তারা।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুদকের উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে ঢাকা ওয়াসার জোনাল অফিসে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থপাচার এবং কয়েক শত কোটি টাকার লোপাট ও দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে।
এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে রাজধানীর উত্তরখানের মোল্লাবাড়ি ওয়াসার জোনাল অফিসের মিটার রিডার ওমর ফারুকের বিরুদ্ধে জালিয়াতি মোটা অংকের ঘুষের বিনিময়ে অবৈধ সংযোগ ও কম বিল করে লাখ লাখ টাকা আত্মসাতের চা ল্যকর অভিযোগ।
দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নেয়ামুল গাজীর নেতৃত্বে গত ৯ ফেব্রুয়ারি একটি টিম ওয়াসার ওই জোনাল অফিসে অভিযান চালিয়েছেন। অভিযান কালে দৈবচয়ন পদ্ধতিতে ২০টি বিলসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে টিম।
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ ডিসেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ অন্যান্যদের বিরুদ্ধে আউটসোর্সিং কর্মচারী নিয়োগে অনিয়মের এক অভিযোগে দুদকের সহকারী পরিচালক সহিদুর রহমানের নেতৃত্ব গঠিত এনফোর্সমেন্ট টিম ঢাকা ওয়াসার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছিল। অভিযানকালে টিম ওয়াসার এমডির বক্তব্য গ্রহণ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে।
এবারের অভিযানের বিষয়ে দুদক কর্মকর্তারা জানান, একজন মিটার রিডার ওমর ফারুকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষের বিনিময়ে ওয়াসার অবৈধ সংযোগ পাইয়ে দেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অফিসে উপস্থিত সেবাগ্রহীতাদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে টিম। পরবর্তীতে ঢাকা ওয়াসা উত্তরখানের উপ-রাজস্ব প্রধানের সঙ্গে অভিযোগের বিষয়ে আলোচনা করে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সাথে তদারকির পরামর্শ দেয় এনফোর্সমন্টে টিম। আর অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট অফিস থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০টি বিলের রেকর্ডপত্র সংগ্রহ করে।
সূত্র মতে, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ১৩২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৬০ টাকা ছয়টি ব্যাংক থেকে বিভিন্ন চেকের মাধ্যমে আত্মসাৎ এবং ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খানের বিদেশে অর্থ পাচারের মাধ্যমে ১৪ বাড়ির মালিকসহ বিভিন্ন অভিযোগে পৃথক পৃথক অনুসন্ধান দুদকে চলমান। # কাশেম