সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

দুর্নীতিতে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১২ তম বাংলাদেশ

দূরবীণ নিউজ প্রতিনিধি:
দুর্নীতি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিকভাবে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। দুর্নীতি সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাÐ, এমনকি সন্ত্রাসবাদের জন্যও উর্বর ভূমি তৈরি করে। কারণ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের যোগসাজশে অপরাধীরা তাদের অবৈধ কর্মকাÐের ক্ষেত্রে সুবিধাভোগী করে। তবে গত বছরের তুলনায় দুর্নীতির ধারণা সূচকে (করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই) এক ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের।

এবার বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম বলে জানিয়েছে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দুর্নীতির সারমর্মও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে টিআইবির চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবির উপদেষ্টা ও নির্বাহী ব্যবস্থাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ কমিউনিকেশন) শেখ মঞ্জুর-ই আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতেখারুজ্জামান বলেন, ২০২২ সালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী ১০০ এর স্কেলে বাংলাদেশে দুর্নীতির স্কোর ২৫, যা এর আগের ২০১৪ ও ২০১৫ সালের অনুরূপ। যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট অবনমন। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ২০২১ এর তুলনায় অবনমন হয়ে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম। সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী ২০২১ এর তুলনায় অপরিবর্তিত ১৪৭তম। তালিকার নি¤œক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১২তম অবস্থানে রয়েছে গিনি ও ইরান।
ইফতেখারুজ্জামান বলেন , দুর্নীতির পারসেপশন ইনডেক্স (সিপিআই) ২০২২ অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের অবস্থান তলানিতে। তবে বিস্ময়করভাবে এই দেশটি তাদের স্কোরে উন্নতি করেছে। গত ১২ বছরের মধ্যে আফগানিস্তানের আট পয়েন্ট উন্নতি হয়েছে। অর্থাৎ তাদের আগেকার দুর্নীতির চিত্র থেকে তুলনামূলক উন্নতি ঘটেছে।

তিনি বলেন, ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ভুটানের। গত বছরের মতো তাদের পয়েন্ট এবারও ৬৮। বৈশ্বিক স্কোর অনুযায়ী অবস্থান ২৫তম। অন্যদিকে অপরিবর্তিত স্কোর মালদ্বীপেরও ৪০, অবস্থান ৮৫তম।

ভারতের অবস্থাও অপরিবর্তিত স্কোর ৪০, অবস্থান ৮৫তম। তবে শ্রীলঙ্কার স্কোর ও অবস্থানে অবনমন ঘটেছে। তাদের গত বছরের তুলনায় এক পয়েন্ট কমে স্কোর হয়েছে ৩৬, অবস্থান ১০১তম। নেপালের উন্নতি ঘটেছে। স্কোর হয়েছে ৩৪, সাত ধাপ উন্নতিতে অবস্থান ১১০তম। পাকিস্তানের এক পয়েন্ট অবনমন হয়ে স্কোর ২৭, অবস্থান ১৪৭তম। এরপরই বাংলাদেশের অবস্থান।

পাকিস্তানের মতো এক পয়েন্ট অবনমন ঘটে স্কোর হয়েছে ২৫, বৈশ্বিক অবস্থান ১৪৭তম। তারপরই আফগানিস্তান। তবে আফগানিস্তানের স্কোর আট ধাপ উন্নতিতে হয়েছে ২৪, যা গত বছর ছিল ১৬। ২৪ ধাপ উন্নতিতে বৈশ্বিক অবস্থানে ১৫০তম দেশ আফগানিস্তান। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ভুটানের অবস্থান ৫০তম, ভারত ২৫তম, মালদ্বীপ ২৫তম, শ্রীলঙ্কা ২২তম, নেপাল ২১তম, পাকিস্তান ১৪তম, বাংলাদেশ ১২তম ও আফগানিস্তান ১১তম। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12