নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বরাদ্দ পাওয়া ওই ঘর থেকে এক বৃদ্ধকে বের করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।বরাদ্দ পাওয়া ঘরের বারান্দায় এক কোণে মেঝেতে কেনো ওই বৃদ্ধ। এই বিষয়ে সবশেষ তথ্য জানতে চেয়েছেন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বে এই আদেশ দেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত খবর আমলে নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে। এরপর হাইকোর্ট আদেশ জারি করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আরও বলেন, হাইকোর্ট এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাকে নির্দেশ নিয়েছেন। তবে জেলা প্রশাসক একটি প্রোগ্রামে থাকায় এনডিসি শাহেদ আরমানকে বিষয়টি জানানো হয়েছে। পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো। # কাশেম