দূরবীণ নিউজ প্রতিবেদক:
১৩ জানুয়ারী (শুক্রবার) বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) প্ল্যানার্সের উদ্যোগে প্লান্যার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ঢাকার খামারবাড়ির, ক্লেমন ক্রিকেট একাডেমীতে অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো, দেশের নগর, অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বিআইপি পরিকল্পনাবিদদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাতটি পরিকল্পনা বিভাগের প্রাক্তন ছাত্র দ্বারা গঠিত সাতটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ডেইলি স্টার সম্পাদক জনাব মাফুজ আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপি সভাপতি ফজলে রেজা সুমন ও সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। এই টুর্নামেন্টের আহ্বায়ক ও বিআইপির বোর্ড সদস্য (সদস্য বিষয়ক) কাজী সালমান হোসেন উদ্বোধনী অধিবেশনটি পরিচালনা করেন।
টুর্নামেন্টটি নকআউট ফরম্যাটে টেপ টেনিস বল দিয়ে মোট সাতটি ম্যাচ খেলা হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরষ্কার প্রদানের পর দিনব্যাপী টুর্নামেন্টটি রাতে শেষ হয়। Ostad (Online Learning App), Image Research & Consultancy Ltd., এবং DBOX Sports Complex এই টুর্নামেন্টটি স্পনসর করেছে।
উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল কবির, বোর্ড সদস্য হামিদুল হাসান নবীন, প্রাক্তন সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান এবং সাতটি প্ল্যানিং স্কুল এর অ্যালুমনাই এর সভাপতি ও সাধারণ সম্পাদকরা। অনুষ্ঠানটি বিআইপি সদস্যরা উৎসবের আমেজে উপভোগ করেন।#প্রেসবিজ্ঞপ্তি