দূরবীণ নিউজ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩ কর্মকর্তাকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ওই তিনজন হলেন, অ ল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম এবং অ ল-৪ এর রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলী।
সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশে ওই ৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়।
এদিকে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, অ ল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম এবং রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। প্রাপ্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পরে তাদের দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস দায়িত্ব গ্রহণের পরদিনই নানা অনিয়ম, অর্থ লুটপাট ও দুর্নীতির সুনিদিষ্ট অভিযোগে তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন পদমর্যাদার কয়েক শত কর্মকর্তা ও কর্মচারীকে অপসারণ করেছেন। # কাশেম