দূরবীন নিউজ প্রতিনিধি:
রাজধানীসহ দেশেরে বিভিন্ন এলাকায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিমোনাফার লোভে ভোগ্য পন্য গোপনে মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫৩০ বস্তা চিনি উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই চিনি ‘সরকারি রেটে ৫৫ টাকা কেজি’ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে চিনি মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে ‘সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্সকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও মো. শাহ আলনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে ‘সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুযায়ী চিনি বিক্রি না করে মজুত করেছে। বাজারে হঠাৎ চিনির সংকট সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম এ দুই মজুতকারী। তারা স্বাভাবিক দামে বিক্রি না করে আরও বেশি লাভের আশায় অবৈধভাবে মজুত করেছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে মজুতকৃত ৫৩০ বস্তা চিনি উদ্ধারের পর সরকারি রেটে ভোক্তাদের কাছে বিক্রি করেছেন।
বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়।
অভিযানকালে সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স ক্রেতার চাহিদা অনুযায়ী চিনি বিক্রি করেনি। তারা সামনে খালি ড্রাম দিয়ে লুকিয়ে ভেতরে চিনির বস্তা মজুত করে রেখেছে। এখানে দুটি প্রতিষ্ঠানে প্রায় ৫৩০ বস্তা চিনি পেয়েছি। মজুত করা এসব চিনি উপস্থিত ভোক্তাদের কাছে সরকারি রেটে বিক্রি করা হচ্ছে। #