দূরবীণ নিউজ প্রতিনিধি:
ডিএমপি’র রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের ৮তলা বাড়িসহ বিপুল সম্পদ অর্জন এবং বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে হাইকোর্ট বলেছেন, দেশে এভাবে দুর্নীতি-অনিয়ম চলতে পারে না। এভাবে চলতে দেওয়া যায় না। সবকিছুর জবাবদিহিতা থাকতে হবে।
বিরটকারী এই বিষয়ে দুদকের আবেদন দাখিলের পরামর্শ দিন হাইকোর্ট। যদি দুদকে এই বিষয়ে কোন ব্যবস্থা না নেয়, পরে আমরা এই বিষয়টি দেখব। এরপর আদালত রিট শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।
এর আগে ব্যারিস্টার সুমনের দায়ের করা জনস্বার্থে এই রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বে একটি রিট আবেদনের শুনানির শুরুতে এই মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম।
রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সুমনকে উদ্দেশ করে হাইকোর্টের উক্ত বে বলেন, আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের ৮তলা বাড়িসহ বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে দুদকে একটি আবেদন করুন।
এদিকে ওসি মনিরুল ইসলামেরবিরুদ্ধে বিপুল সম্পদ নিয়ে গত ৫ আগস্ট একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি হাইকোর্টের নজরে এনে এ বিষয়ে পদক্ষেপ ও তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন করেন ব্যারিস্টার সুমন। ওসির সম্পদের উৎস কী তা জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার দায়িত্ব দিতে গত ৮ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। তখন আদালত বিষয়টি আবেদন আকারে নিয়ে আসতে বলা হয়। তারই ধারাবাহিকতায় আজ এ বিষয়ে রিট আবেদন করেন তিনি।