সর্বশেষঃ
কিডনী ও অঙ্গ বিক্রিসহ নানা প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার  ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করেছেনঃ মেয়র তাপস  বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের মাদারীপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ সংস্থার নানা কর্মসূচি মে দিবসে তীব্র তাপদাহ, লাগামহীন দ্রব্য মূল্য শ্রমিকরা অতিষ্ঠ শ্যামা কাব্য সিনেমার মহরত অনুষ্ঠানে স্পিকার পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি  প্রধানমন্ত্রীর  থাইল্যান্ড সফর নিয়ে প্রেস ব্রিফিং বৃহস্পতিবার রাজধানীর ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রি, জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

রাজধানীর রূপনগরে স্বর্ণের দোকানে চুরি স্বর্ণসহ গ্রেফতার ২

দূরবীণ নিউজ প্রতিনিধি :
রাজধানীর রূপনগরে মসজিদের পাশে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন (২৭) কুমিল্লার মুরাদনগর থানার মুখশাহির দারোরা বাজার এলাকার আলী হোসেনের ছেলে,ও মো. শাহজালাল (৪২) কুমিল্লার সদর দক্ষিণ কুমিল্লা থানার কমলাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ২৯ জুলাই দুপুরে এই চুরির ঘটনাটি ঘটেছে।

রোববার (৭ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জামাল উদ্দিন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ভিকটিম স্বর্ণ দোকানি কখন মসজিদে নামাজ পড়তে যান সেদিকে নজরদারিতে ছিল চোর চক্রের এক সদস্য। এর ফাঁকে চক্রের বাকি সদস্যরা ওই স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতর থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, চুরির ঘটনায় মিরপুরের রূপনগর থানায় ভুক্তভোগীর/ ভিকটিমের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ধারাবাহিক অভিযানে এক আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলীর স্বর্ণারটেক গ্রাম থেকে আসামী মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আলাউদ্দিনের দেওয়া তথ্যমতে, কুমিল্লা সদর দক্ষিণ থানার সোয়াগঞ্জ বাজারের বিসমিল্লাহ জুয়েলার্স দোকানের মালিক মো. শাহজালালকে গ্রেফতার করা হয়। আসামি শাহজালালের দোকান থেকে চুরি যাওয়া ১৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান তাদের চক্রের এক সদস্য ভুক্তভোগীকে নজরদারি করতে মসজিদে তার সঙ্গে নামাজও আদায় করেছিলেন। এদিকে চক্রের বাকি সদস্যরা ভুক্তভোগীর দোকানের তালা ভেঙে ভেতর থেকে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

২৯ জুলাই দুপুরে ভুক্তভোগী আফজাল হোসেন একই এলাকায় রজনীগন্ধা মার্কেটে তার দোকান বিসমিল্লাহ্ জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে তালা দিয়ে জুম্মার নামাজ আদায় করতে যান। জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের সামনে রাস্তায় পেয়ারা কেনার সময় অজ্ঞাত এক ব্যক্তি আফজালকে জানান তার দোকানের সাটার ওঠানো। এই শুনে দ্রুত গিয়ে দেখেন দোকানের সাটারের তালা ভাঙা এবং দোকানের ভেতরে স্বর্ণের খালি বক্স এলোমেলোভাবে ছড়ানো-ছিটানো।

দোকানের শোকেজের তালা ভাঙা ছিল। দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জন চোর ওই দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে। দোকানে রাখা স্বর্ণের বিভিন্ন ধরনের ৪০ ভরি গহনা এবং ৫০ ভরি রুপার বিভিন্ন গহনা চুরি করে নিয়ে যায় উল্লেখ করে রূপনগর থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিম। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৭:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12