দূরবীণ নিউজ প্রতিনিধি :
রাজধানীর বড় মগবাজারের লাইসেন্স ছাড়া মসলাজাতীয় পণ্য বিক্রি করার অপরাধে ‘আজা আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজকে’ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (২৭ জুন) বিএসটিআই’এর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ ‘আজা আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজকে’ সিএম লাইসেন্স ছাড়া ‘মরিচ গুঁড়া’, ‘হলুদ গুঁড়া’, ‘ধনিয়া গুঁড়া’, ‘জিরা গুঁড়া’, ‘কারি পাউডার’ বিক্রয় এবং বাজারজাতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান নিজেই। #