দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানীর শাহবাগে ‘হোটেল রূপসী বাংলা’ বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের বিরুদ্ধে ১৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পূরক শুল্কসহ ভ্যাট ফাঁকির মামলা দায়ের করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। এ বিষয়টি নিয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতে হেরে যাবার পর ‘হোটেল রূপসী বাংলা’ ভ্যাট পরিশোধ করেনি। তবে বকেয়া আদায়ে চেষ্টায় রয়েছে এনবিআর।
সংশ্লিষ্ট দপ্তরের সূত্র মতে, ২০০৫ সালের জুলাই থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত সম্পূরক শুল্কসহ ভ্যাট বাবদ ওই টাকা বকেয়া রয়েছে। পানশালা (মদের বার) ও ড্যান্স ফ্লোরের বিভিন্ন সেবায় প্রযোজ্য ওই শুল্ক ও ভ্যাট পরিশোধে পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষকে দফায় দফায় চিঠি ও নোটিশ দিয়ে যাচ্ছে এনবিআর’এর ভ্যাট বিভাগ।
গত ১৮ মে এনবিআর’এর (এলটিইউ) ভ্যাট বিভাগের কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর স্বাক্ষরে পাঠানো চিঠিতে ১৫ কর্মদিবসের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে শুল্কসহ ভ্যাটের ১৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৯৯৪ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
গত ৭ জুন ভ্যাট বিধিমালা ১৯৯১ এর ৪৩ বিধি অনুযায়ী প্রথম দফা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বকেয়া সুদসহ ভ্যাটের পাওনা ৭ কর্মদিবসের মধ্যে সরকারের কোষাগারে জমা দেওয়ার জন্যবলা হয়েছে। এ নোটিশের পরও বকেয়া পরিশোধ না করলে কড়াভাষায় দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হবে।
অপরদিকে, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফারিকা ফারিয়া গণমাধ্যমকে ভ্যাট ফাঁকির বিষয়ে কথা বলতে রাজি হননি।
অনুসন্ধানে দেখা গেছে, পানশালা ও ড্যান্স ফ্লোরে মদসহ বিভিন্ন সেবাবাবদ রূপসী বাংলা হোটেল (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) ১৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৯৯৪ টাকা শুল্কসহ ভ্যাট ফাঁকি দিয়েছে। এ অবস্থায় বকেয়া রাজস্ব আদায়ে তাদের বিরুদ্ধে আদালতে সরকারের পক্ষে মামলা করে এনবিআর’এর এলটিইউ ভ্যাট বিভাগ।
মামলার রায় সরকারের পক্ষে আসায় হোটেল কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট করে। ২০১৭ সালের ১২ জুলাই আপিল বিভাগ সরকারের পক্ষে রায় দেন। রায়ে শুল্কসহ ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু মামলার চূড়ান্ত রায়ের পরও হোটেলটি রাজস্ব পরিশোধ না করে আপিল করে। সেখানেও হোটেল কর্তৃপক্ষ হেরে যায়।
এরআগে একই ধরনের ভ্যাট বকেয়া রয়েছে রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের। বিলাসবহুল হোটেলটির কাছে ভ্যাট বিভাগের পাওনা ২০ কোটি ৭৪ লাখ ৯২ হাজার টাকা। প্রায় ৬ বছরে পানশালা (মদের বার) ও ড্যান্স ফ্লোরের বিভিন্ন সেবায় প্রযোজ্য ওই শুল্ক ও ভ্যাট পরিশোধে দুই দফায় চিঠি দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট বিভাগ। তবে বকেয়া ভ্যাট এখনও আদায় হয়নি বলে জানা গেছে। #