দূরবীণ নিউজ প্রতিনিধি :
ঘুষের ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দিনাজপুর জেলায় আমবাড়ি হযরতপুর চিরিরবন্দর এলাকায় ‘ঈশান এগ্রো ফুড’ নামের প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের জন্য আসামী মোস্তাফিজুর রহমান ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তার দাবিকৃত ৮০ হাজার টাকা না দিলে ওই প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
পরে নিরুপায় হয়ে ওই ‘ঈশান এগ্রো ফুড’এর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ এ ‘কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের’ উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করা হয়। এ বিষয়টি আমলে নিয়ে কমিশন দ্রæত ব্যবস্থা গ্রহণের দুদক ৭ সদস্যের একটি টিম গঠন করে।
বুধবার (২৫ মে) দিনাজপুরে ঘুষখোর মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে আগ থেকে অবস্থান নিয়ে দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ৭ সদস্যের টিম ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে (মোস্তাফিজ) গ্রেফতার করে।
দুদকের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে ও উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে পরিচালিত ‘ফাঁদ কার্যক্রম’ সফলভাবে পরিচালনা করা হয়। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। #