বিশেষ প্রতিনিধি:
দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির মামলা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূণাঙ্গ বেে শামীম ইস্কান্দারের করা আবেদনের আগামী ২৯ মে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল)প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিলের শুনানির দিন ধার্য করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শামীম ইস্কান্দারের আইনজীবী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি আরও জানান, দুদক সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ পাঠায়। কিন্তু ওই নোটিশের পর সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে দুদক। পরে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
এদিকে ২০১৬ সালে ওই মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এাবার আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই ও তার স্ত্রী। আজ যার শুনানির দিন ধার্য করলেন সর্বোচ্চ আদালত। #