সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

হিলফুল ফুযুলের চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরে হিলফুল ফুযুল সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রায় ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক আইন ২৬(২) ও ২৭(১) দারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৭ মার্চ কমিশন আসামী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুদকের সংশ্লিষ্ট শাখায় এ মামলাটি দায়েরের অনুমোদন দেন। ফলে যে কোন সময় মামলাটি দায়ের করা হবে।

সোমবার (২৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। তিনি জানান, হিলফুল ফুযুল সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রাপ্ত অবৈধ সম্পদ (জ্ঞাত আয় বহিভুত) অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের একটি টিম কাজ করেছেন।
পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের তদারকিতে উপ পরিচালক মোহাং নূরুল হুদাকে মামলাটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। আসামীর স্থায়ী ঠিকানা; ঝালকাঠি জেলার নলছিটি এলাকায় দপদপিয়া (পুরান বাজার) গ্রামে। বর্তমান ঠিকানা; হিলফুল ফুযুল সমাজ কল্যান সংস্থা, ৫/১২ হুমায়ুন রোড, বøক-বি, মোহাম্মদপুর ঢাকা। বাসা- ১.ফ্ল্যাট নং-২/ডি,বাড়ি নং-২৭, রোড নং-২৭,ধানমন্ডি আবাসিক ঢাকা এবং ২, বাড়ি/ হোল্ডিং নং- বি ১৪/১৬-বি, বাবার রোড, বøক এফ-৩ (জহুরী মহল্লা), মোহাম্মদপুর ঢাকা।

জানা যায়, ২০১৯ সালে ২৩ অক্টোবর ১৪৯ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিলফুল ফুযুল সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, উক্ত সংস্থার কথিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহম্মদ তালুকদার এবং প্রধান নির্বাহী নুরুল হক বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদক উপপরিচালক মির্জা জাহিদুল আলম।

ওই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ইনফ্র্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (ইডকল) সৌরবিদ্যুৎ প্রকল্পে ঋণের নামে ১৪৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কবির আহম্মদ তালুকদার এবং নুরুল হক বিশ্বাস।

মামলার এজাহারে বলা হয়, ইডকল সরকারের একটি ব্যাংক বহির্ভূত আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিদেশি দাতা বা সাহায্য সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে স্বল্প সুদ ও জামানতে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর তালিকাভুক্ত এনজিওকে ঋণ দেয়। ২০০৬ সালের ১ আগস্ট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ইডকলের সঙ্গে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার সঙ্গে চুক্তি সই হয়। চুক্তির আওতায় সংস্থাটিকে ১ লাখ ৩৬ হাজার ১৫৬টি সোলার হোম সিস্টেমের বিপরীতে ১৩৩ কোটি ৬৩ লাখ টাকা ঋণ দেয়।

এজাহারে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি ইডকল থেকে নেওয়া ঋণের মধ্যে ২৫ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করলেও প্রতারণার মাধ্যমে ১০৭ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন। এটা সুদসহ মোট ১৪৯ কোটি ১৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12