দূরবীন নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ তার সংস্থার সুপ্রীম কোর্টে পাবলিক প্রসিকিউটর মোঃ খুরশিদ আলম খান রচিত ‘দি অ্যান্টি-করাপশন কমিশন অ্যাক্ট অ্যান্ড মানিলন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট উইথ সাম আদার রিলেটেড ল’জ রিগার্ডিং ফিন্যান্সিশাল ক্রাইমস’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।
বুধবার (৯ অক্টোবর) প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
দুদক চেয়ারম্যান বলেন, এ জাতীয় গ্রন্থ দুদকের কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সহায়ক হতে পারে। মামলা তদন্তকালে এবং আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে এই বইয়ের রেফারেন্স এবং পর্যবেক্ষণসমূহ গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া দুর্নীতি নিয়ে যারা গবেষণা করে তাদের জন্য এই বইটি যথেষ্ট সহায়ক হবে।
তিনি বলেন, কমিশনের মামলা তদন্ত একটি বহুমাত্রিক তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে পরিচালিত হয়। এই বইয়ের পর্যক্ষেণসমূহ সঠিকভাবে আত্মোপলব্ধি করা গেলে মামলা তদন্ত কার্যক্রম আরো ফলপ্রসূ হবে এবং সার্বিকভাবে চূড়ান্ত রায় কমিশনের অনুকুলে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বইটির লেখক মোঃ খুরশিদ আলম খান , দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, বইটির প্রকাশক ইশরারুল হক চৌধুরী প্রমুখ।
মোঃ খুরশিদ আলম খান রচিত ‘দি অ্যান্টি-করাপশন কমিশন অ্যাক্ট অ্যান্ড মানিলন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট উইথ সাম আদার রিলেটেড ল’জ রিগার্ডিং ফিন্যান্সিশাল ক্রাইমস’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।#