দূরবীণ নিউজ প্রতিবেদক :
শেরপুর জেলা কারাগারের সহকারী কারারক্ষীসহ অন্যান্যদের বিরুদ্ধে জামিন প্রাপ্ত বন্দীদের নিকট থেকে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।
তিনি আরো জানান, রোববার (৯ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ সহকারী পরিচালক লতিফ হাওলাদার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে শেরপুর কারাদপ্তর পরিদর্শন করে এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাথে অভিযোগ সম্পর্কে বিস্তারিত কথা বলে।
তিনি দুদক টিমকে জানান, অভিযোগকারী ইতোমধ্যে তার টাকা বুঝে পেয়েছেন। তার দুজন স্ত্রী দাবিদার থাকায় এ অর্থ পরিশোধে বিলম্ব হয়। জেলের একটি অভিযোগের বিষয়ে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে দুদক টিম। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
#