দূরবীণ নিউজ প্রতিবেদক :
অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে চাকরি চ্যুতির তথ্য গোপনের দায়ে শিক্ষানবিশ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মো. কবির হোসেনকে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। জানা যায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ নৌবাহিনী থেকে চাকরিচ্যুত সৈনিক মো. কবির হোসেন নিজের পরিচয় গোপন রেখে ২১ মাস চাকরি করেছেন।
রোববার (২ জানুয়ারি) চাকরি থেকে কবির হোসেনের অব্যাহতির তথ্য জানিয়েছে দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
দুদক সূত্র জানায়, ২০২০ সালের ২৫ মার্চ দুদকে যোগদান করেন কবির হোসেন। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি।
ঢাকা সেনানিবাস থেকে দুদককে জানানো হয়, কবির হোসেন, এবি (বরখাস্ত) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিবাহবন্ধনে আবদ্ধ এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নৌবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ পরিপ্রেক্ষিতে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাকে নৌবাহিনীর চাকরি থেকে বহিষ্কার করা হয়।
দুদকের জনসংযোগ দপ্তর জানায়, কবির হোসেন নিয়োগের শর্ত ভঙ্গ করেছেন। তার নিয়োগ শর্ত নম্বর ১১(খ)-তে উল্লেখ ছিল, কোনো প্রার্থী যদি বাংলাদেশি নাগরিক না হন বা বাংলাদেশের নাগরিক নন- এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন বা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
দুদক আরও জানায়, কবির হোসেন নৌবাহিনীর চাকুরি হতে বহিষ্কার হওয়া সত্ত্বেও তা গোপন রেখে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে দুদকে চাকরির জন্য আবেদন করেন ও নিগোগপ্রাপ্ত হন।
সংস্থাটি জানায়, কবির হোসেনকে দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধি ৫৪(১) অনুযায়ী এক মাসের বেতন প্রদানপূর্বক বিধি ৭(২)(ক) অনুসারে কমিশনের অনুমোদনক্রমে তার চাকরির অবসান ঘটানো হয়েছে।#