দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক মামলার শুনানি গ্রহণ ও রায় প্রদান সংক্রান্ত কাজে বিচারপতির সংখ্যা কমে যাচ্ছে। এক সময় আপিল বিভাগের ৮থেকে ১১ জন বিচারপতির ছিলেন। দুই থেকে তিনটি বেঞ্জে মামলার বিচারিক কার্যক্রম চলতো। কিন্তু এবার প্রধান বিচারপিত সৈয়দ মাহমুদ হোসেন গত ৩০ ডিসেম্বর অবসরে যাবার পর চার জন বিচারপতি ছিলেন।
কিন্তু এরমধ্যে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ছুটিতে গেছেন। তবে কতদিনের জন্য তিনি ছুটিতে থাকবেন তাও ঠিক বলা যাচ্ছে না। আপিল বিভাগে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপি মো. নূরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান কর্মরত আছেন।
এদিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের (২ জানুয়ারি) জন্য প্রকাশিত কার্যতালিকায় (কজলিস্টে) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নাম নেই। ফলে প্রধান বিচারপতিসহ মাত্র তিন জন বিচারপতি মামলার শুনানি গ্রহণ ও রায় প্রদান করবেন।
সংবিধান অনুসারে বিচারপতি পদের মেয়াদ ৬৭ বছর পর্যন্ত। বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে যাবেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর।এছাড়া নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাকে শপথ বাক্য পাঠ করান।
#