দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আ ল-২ এর সাবেক রেভিনিউ সুপার ভাইজার মো. আব্দুল খালেক এবং তার ছেলে মো. হোসেন আলী আশরাফুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিচারিক আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আসামীদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২),২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২’এর ৪(২)(৩) এবং দন্ড বিধি ১০৯ ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। আসামীরা সম্পদ বিবরণীতে ৩ কোটি ১৮ লাখ ৫ হাজার ১১৮ টাকা মুল্যের স্থাবর সম্পদ (৬ তলা বাড়ি) অসৎ উদ্দেশ্যে গোপন ও মিথ্যা তথ্য প্রদান করে ছিল।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামির বিরুদ্ধে মোট ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকার অর্থ-সম্পদ পাওয়া যায়। পক্ষান্তরে তাদের ব্যয় বাদে স য়/আয় পাওয়াা যায়
৯২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকা। কাজেই স য় ৯২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকার বিপরীতে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকার স্থাবর সম্পদ পাওয়া যায়। ফলে তার ২ কোটি ৫৮ লাখ ১৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্থ-সম্পদ পাওয়া যায়। অনুরুপভাবে তাদের সম্পদ কর নথিতে প্রর্দশন/ ঘোাষনা করেন মোট (১ কোটি ১২ লাখ ৪৭ হাজার ২৩৬ টাকা + ৮৯ লাখ ৮০ হাজার ১১৮)= ২ কোটি ২ লাখ ২৭ হাজার ৩৫৪ টাকা এবং তাদের মোট গোপনকৃত সম্পদের পরিমাণ ১ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৩৬১ টাকা।
আসামীদের স্থায়ী ঠিকানা- বাড়ি নং- শ, ৯৩/১, উত্তর বাড্ডা, ঢাকা।
#