দূরবীণ নিউজ প্রতিবেদক
কুমিল্লায় দুর্গাপূজার সময় মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনার জেরে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস গত ২১ অক্টোবর রিটটি দাখিল করেছেন। আবেদনে হামলার বিষয়ে বিভিন্ন পত্রিকায় পকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
রিট আবেদনে বিচার বিভাগীয় তদন্ত ছাড়াও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।
পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশ প্রধান, বিটিআরসির চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, ফেনীর ডিসি-এসপিসহ ১৯ জনকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী অনুপ কুমার সাহা ।’
#