সর্বশেষঃ
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা আগামীকাল ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ‘ভূতের মুখে রাম নাম’: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ : প্রধান বিচারপতি পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ : বিডা ৩ মাসের জন্য স্থগিত ফজলুর রহমানের দলীয় সব পদ গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল: কাতার নতুন ২৫ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ

ছবি সংগহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
১৮তম বর্ষে পদার্পণ করেছে দৈনিক নয়া দিগন্ত। আর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সংশ্লিষ্টদেরকে।

আজ সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় নয়া দিগন্তের বোর্ডরুমে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মালা। পরে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন। আজকের অনুষ্ঠানে গণমান্য অনেকে উপস্থিত হন। আর এই অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (ডিএমসিএল) চেয়ারম্যান শিব্বির মাহমুদ, পরিচালক খন্দকার এনায়েত হোসেন, টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম আবদুল মালেক, দিগন্ত মিডিয়া করপোরেশনের নির্বাহী পরিচালক আবদুস সাদেক ভুইয়া, নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক মো: সালাউদ্দিন বাবর, ডেপুটি এডিটর মাসুমুর রহমান খলিলী।

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ডিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বক্তৃতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমল বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রমুখ।

এ সময় আগত অতিথি ও নয়া দিগন্তের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি। দৈনিক নয়া দিগন্ত আজ ১৮ বছরে পদার্পণ করল। ২০০৪ সালে ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ এই স্লোগান ধারণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও কলেবর নিয়ে আত্মপ্রকাশ করেছিল নয়া দিগন্ত। দেড় যুগ পাড়ি দেয়ার এই শুভক্ষণে আমরা মহান আল্লাহর শোকরগোজার করছি।

ধন্যবাদ জ্ঞাপন করছি পত্রিকার অগণিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, এজেন্টসহ সবাইকে। যারা আমাদের পাশে থেকে সব সময় উৎসাহ ও সাহস জুগিয়েছেন তাদেরকে নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে আবারো ধন্যবাদ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12