দূরবীণ নিউজ প্রতিবেদক :
এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদক সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মোতাবেক সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় দুইটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার : ১৯ ও ২০।
দুদক জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি আরো জানান, ১৯ নাম্বার মামলায় এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামানের অবৈধ অর্থের দ্বারা তার নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত মােট ১ কোটি ৩ লাখ ১০ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় ২০ নাম্বার মামলায় এম বদিউজ্জামানের স্ত্রী মিসেস নাসরিন জামান এবং এম বদিউজ্জামানকও আসামি করা হয়েছে।
এই মামলায় দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে আসামি এম বদিউজ্জামাননের অপরাধলব্ধ অর্থ দ্বারা নিজ নামে মােট ১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগের সততা পাবার কথা উল্লেখ রয়েছে।
দুদক সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় আজ এ মামলা দায়ের করেন। মামলা নাম্বার : ২০।
#