দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন, হােল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর)সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হুসাইন শরীফের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক।
তিনি জানান, দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনপূর্বক অভিযুক্ত চেয়ারম্যান ও সচিবের বক্তব্য রেকর্ড এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ড ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। প্রকৃত সত্য উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরো তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ও ওয়ারিং পরিদর্শক-এর বিরুদ্ধে গ্রাহকদের নতুন মিটার সংযােগ প্রদানে ঘুষ আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অপর একটি অভিযান চারিয়েছে দুদক, হবিগঞ্জের সজেকা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম।
প্রাপ্ত অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম দালালদের দৌরাত্ম্য প্রাথমিক প্রমাণ পেয়েছে। কতৃপক্ষকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিতের নির্দেশ প্রদান করেছে দুদক টিম। রেজিস্ট্রার বই-এর রেকর্ড যাচাইপূর্বক এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, নারায়নগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে সেবা প্রার্থীর জমির মিসকেস মামলার আদেশ করে দেয়ার নামে ঘুষ দাবি অভিযোগ এসেছে দুদকে। ওই অফিস সহকারীর বিরুদ্ধে গ্রাহকের দলিল সম্পাদনে ঘুষ আদাযয়ের অভিযোগ রয়েছে।
দিনাজপুর পার্বতীপুরে সাব-রেজিস্ট্রার ও অফিস সহায়কের বিরুদ্ধে জমি রেজিস্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদাযয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সংশ্লষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র পাঠানো হয়েছে। #