বিশেষ প্রতিনিধি , দূরবীণ নিউজ :
রাজধানীসহ সারাদেশে এডিস মশার জীবানু বাহিনী ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে ঢাকা মহানগরে ডেঙ্গু রোগীর সংখা অস্বাভাবিক হারে বেড়ে চলছে।
তবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিন সিটিতে স্বল্প আয়ের অসহায় মানুষ,ফুটপাতের দোকানদার, হকার, রিকসা ও ভ্যান চালকদের মাঝে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণের জন্য গণস্বাস্থ্যে সহয়তা কেন্দ্র ১০ হাজার পরিবারের মাঝে মশারী ঔষধ বিতরণের কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যে ঢাকায় ২ সিটিতে ৮ হাজার পরিবারের মাঝে মশারী এবং ওষুধ বিতর করা হয়েছে।
আজ শুক্রবার ( ১০ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় ঢাকা উত্তর সিটি মহাখালী মডেল হাই স্কুলে সাততলা বস্তি, কড়াইল, টিবি গেইট, ওয়ারলেস গেইট এলাকায় গণস্বাস্থের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বল্প আয়ের মানুষ, রিকসা ও ভ্যান চালকদের পরিবারের মাঝে বিনামূল্যে মশারী ঔষধ বিতরণ করেন।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার সমাজ সেবক মিজনুর রহমান মিজান, খুশির ঠিকানার উপদেষ্টা নাট্য পরিচালক শেখ রুনা, খুশির ঠিকানার শাহাজালাল সিয়াম প্রমুখ।
অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র একমাত্র প্রতিষ্ঠান যারা স্বল্পমূল্যে গরীবের স্বাস্থ্যসেবা দেয়। আমরা চাই আপনারা চিকিৎসা পান, আপনার সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক”।
তিনি বলেন, ২৪ ঘণ্টার গণস্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ঘনবসতি এলাকায় এসে গরীব অসহায়,হকার এবং রিকসা, ভ্যান চালক পরিবারের সদস্যদেকে সপ্তাহে ১ দিন বিনা পয়সায় গণস্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেয়।
নিন্ম ও সল্প আয়ের মানুষ, যারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে খাদ্য ও চিকিৎসার মত মৌলিক অধিকার থেকে। রাজধানীর এ সমস্ত নিন্ম ও সল্প আয়ের মানুষদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ২০০ টাকার বিনিময়ে আপনারা সবাই গণ স্বাস্থ্যবীমা করবেন। রিকসা, ভ্যান চালক, ফুটপাতের ছোট দোকানদার, হকাররা মাসে ২০০ টাকা অর্থাৎ দিনে ৭ টাকার বিনিময়ে গণস্বাস্থ্য কেন্দ্রে এই গণ স্বাস্থ্যবীমা করতে পারবে।
তিনি বলেন, গত ১৯ আগষ্ট গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা দক্ষিন সিটি যাত্রাবাড়ী থানয় মীর হাজীরবাগ আবু হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্বল্প আয়ের মানুষ, রিকসা ও ভ্যান চালকদের মাঝে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণের জন্য গণস্বাস্থ্যে সহয়তা কেন্দ্র মশারী এবং ওষুধ ভিতরণ কর্মসূচি উদ্বোধণ করেন।#