দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের বিলের ছাড়পত্র প্রদানে ঘুষ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, আজ দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয়-এর সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনপূর্বক বিল সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে।
অভিযুক্ত কর্মকর্তাকে উক্ত অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসার এমডি বরাবর সুপারিশ করেছে। পরবর্তীতে আরো তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
এছাড়া, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভুয়া শিক্ষাগত যােগ্যতার সনদ সৃজনপূর্বক প্রভাষক পদে নিয়ােগ প্রদান; মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র প্রদানে ঘুষ দাবি; স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সহকারী শিক্ষক পদে নিয়ােগ প্রদান; টিসিবি ডিলারের বিরুদ্ধে জনসাধারণের পরিবর্তে টিসিবি পণ্য খােলাবাজারে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রয়; লাইসেন্স পরিদর্শকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন; স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে খাল দখলপূর্বক স্থাপনা নির্মাণের অভিযােগ প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার, মাদারীপুর; জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ; জেলা শিক্ষা অফিসার, রাজশাহী; উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি সি বি), রংপুর; মেয়র, কুড়িগ্রাম পৌরসভা, কুড়িগ্রাম; মেয়র, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম; সংশ্লিষ্ট দপ্তরসমূহে উল্লেখিত অভিযোগসমূহের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।#