দূরবীণ নিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে বলেছেন, ‘কটূক্তি করা ও মিথ্যাচার বাদ দিন। দেশের সাধারণ মানুষের সমস্যা সমাধানের দিকে নজর দিন। সাধারণ মানুষকে রক্ষা করুন,তা না হলে একদিন দেশের মানুস আপনাদেরকে ঘাড় ধরে নামাবে।’
তিনি বলেন, এখন সভা-সেমিনার করলেও গ্রেফতার করা হচ্ছে। দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৭ সেপ্টম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা বিএনপি’র উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী দুই বছর করোনায় গণভবন থেকে বের হননি। সাধারণ মানুষের তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকতেছে। আর আমাদের হুঁশিয়ারি দিচ্ছে বাইরে না বের হওয়ার। সভা-সেমিনার করতেও মানা, করলেই গ্রেফতার করছে।’
বিএনপি মহাসচিব দলের নেতা-কর্মীদের বলেন, ‘নিজেদের ভুলত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না। আর এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হবো।’
তিনি বলেন, ‘সরকার নয় বর্তমানে দেশের রাজা পুলিশ। পুলিশের কর্মকর্তাদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুরি করে, সাধারণ মানুষকে অপহরণ করে। পুলিশ তো গর্ব করে বলে- এই সরকারকে জয়ী করেছে তারাই।’
এ সময় দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন বিএনপি মহাসচিব।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থসম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#