দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টম্বর) থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই কোভিড-১৯ গণটিকার ২য় ডোজের এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১ম ডোজের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই ২য় ডোজের এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।
নির্ধারিত ৩ দিনের প্রত্যেক দিন প্রতিটি কেন্দ্রেই ১ম ডোজের দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ৭০০ জনকে ২য় ডোজের টিকা প্রদান করা হবে।
গত ৭ ও ৮ আগস্টে ১ম ডোজ টিকা গ্রহণকারীগণ ৭ সেপ্টেম্বর। গত ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীগণ ৮ সেপ্টেম্বর। গত ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীগণ ৯ সেপ্টেম্বর নির্ধারিত যেসবকেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করেছিলেন ওইএকই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।
ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে ৭ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর ১ম ডোজ প্রদান করা হয়েছিল। # প্রেস বিজ্ঞপ্তি ।