দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামীকাল মঙ্গলবার, ৭ সেপ্টম্বর থেকে দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি ওয়ার্ডের নির্ধারিত ৭৫টি কেন্দ্রেই করোনার ২য় ডোজের শুরু হচ্ছে।
প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ১ম ডোজের দ্বিগুণ অর্থাৎ ৭০০ জন টিকা প্রত্যাশীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ ও ৯ অগাস্টে ১ম ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিরা আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।
গত ৯ ও ১০ অগাস্টে ১ম ডোজের টিকা গ্রহণকারী আগামী ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।
গত ১১ ও ১২ অগাস্টে র টিকা গ্রহণকারী ব্যক্তিবর্গ আগামী ৯ সেপ্টেম্বর আগের কেন্দ্রে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।
১ম ডোজের গণটিকা কর্মসূচিতে ঢাদসিক’র প্রতিটি কেন্দ্র থেকে সাড়ে ৩০০ টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা ছিল। সে সময় ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে সর্বমোট ১ লাখ ৫৭ হাজার ১৩৩ জন মানুষ ১ম ডোজের টিকা গ্রহণ করেছেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।