দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মিয়া ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান, অনেক আত্মীয় -স্বজন শুভাকাঙ্খি রেখে গেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে বলে যানা যায়।
আজ শুক্রবার (৩ সেপ্টম্বর) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় নিজ বাসায় হঠাৎ স্টোক করেন মোঃ আসাদুজ্জামান মিয়া । পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খিলক্ষেত এলাকায় নওয়াড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে মোঃ আসাদুজ্জামান মিয়ার অকাল মৃত্যুতে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
দূরবীণ নিউজ টোয়েন্টি ফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন,ডিএনসিসি শ্রমিক ও কর্মচারী লীগের সভাপতি বজলুল মোহাইমিন বকুল। তিনি আরো জানান, আজ শুক্রবার ফজরের নামাজ পড়ার পরে হালকা নাস্তা করেছেন সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মিয়া। পরে তিনি হঠাৎ স্টোক করেন এবং অসুস্থ হয়ে পড়েন। বাসার লোকজন তাকে সাথে সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একজন ভাল মানুষ ছিলেন। গতকাল বৃহস্পতিবারও নগর ভবনে তার সাথে কথা বলেছেন। সব সময় হাসি খুশিতে থাকতেন।
এছাড়া ডিএনসিসি শ্রমিক ও কর্মচারী লীগের পক্ষ থেকে উপদেষ্টা আবদুল ওয়াহেদ খান বাদল, সভাপতি বজলুল মোহাইমিন বকুল, কার্যকরী সভাপতি মো. হারুন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রোকন, সহ সভাপতি সাইদুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি আবদুল খালেক মজুমদার, সহ সভাপতি আবদুস সালাম এক বার্তায় মোঃ আসাদুজ্জামান মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মতার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ।
# কাশেম