দূরবীণ নিউজ প্রতিবেদক :-
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। ঢাকায় ২১২ জন এবং অন্যান্য বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল থেকে (২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে একথা জানানো হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ৮৯ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৪৫৮ জন। এই সময়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।
# সূত্র : বাসস