দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এ সময় পুলিশকে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এ সংঘর্ষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন খান বলেন, বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর বিএনপির সাথে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে এসেছিলেন।
এ সময় নেতাকর্মীরা মাজারে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয় ও একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘কোনো মতে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি।’
#