দূরবীণ নিউজ ডেস্ক:
এবার আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান দাওয়া খান মিনাপালকে হত্যা করেছেন তালেবান যোদ্ধারা। আজ শুক্রবার (৬ আগস্ট) আফগানিস্তানের কাবুলে দেশটির গণমাধ্যম ও তথ্য বিষয়ক এ কর্মকর্তা নিহত হন। তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র ও আফগান সরকারের কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।
আফগান গণমাধ্যম বিভাগের প্রধানকে হত্যার আগে দেশটি সরকারের বিমান হামলা বৃদ্ধির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল তালেবান কর্তৃপক্ষ। ওই হুঁশিয়ারিতে তালেবান কর্তৃপক্ষ বলেছিল যে তাদের ওপর বিমান হামলার প্রতিশোধ নিতে তারা আফগান সরকারের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা চালাবে। ওই হুঁশিয়ারির কয়েক দিন পরেই আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধানকে হত্যা করা হয়।
নিহত দাওয়া খান মিনাপাল ছিলেন আফগান সরকারের গণমাধ্যম ও তথ্য বিষয়ক কেন্দ্রের প্রধান। আফগানিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইজ স্টানিকজাই বলেন, তালেবান যোদ্ধারা এ দেশপ্রেমিক আফগানকে শহীদ করেছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র ছিলেন এ দাওয়া খান মিনাপাল। কাবুল থেকে আল-জাজিরার প্রতিনিধি জেমস বেস বলেন, দাওয়া খান মিনাপাল একজন পরিচিত সাংবাদিক। তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির খুবই ঘনিষ্ঠ ছিলেন।
তিনি শুক্রবার ঘর থেকে বের হওয়ার পর তাকে হত্যা করেন তালেবান যোদ্ধারা। তালেবান যোদ্ধা ও আফগান বাহিনীর মধ্যেকার তীব্র সঙ্ঘাতের মধ্যেই তিনি নিহত হন।
সূত্র : আল-জাজিরা