দূরবীণ নিউজ ডেস্ক :
এবার হঠাৎ ইসরাইলের জঙ্গলেও জ্বলছে দাবানল। বিমান ব্যবহার করে চলছে দাবানল নেভানোর কাজ। জেরুসালেম থেকে ২০ কিলোমিটার দূরের শোরেশ বনে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওই আগুন খুব দ্রুতই চারিদিকে ছড়িয়ে পড়ছে।
ঘটনার বিবরণে জানা যায়, আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে ফাইটার বিমান ও হেলিকপ্টার। এছাড়া আগুন নেভানোর কাজ করছে দমকলকর্মীরাও। সরিয়ে নেয়া হয়েছে শোরেশ বনের আশপাশের বাসিন্দাদের।
এদিকে শোরেশ বন ছাড়াও দাবানলের খবর পাওয়া গেছে কিব্বুৎস ও নাহশোনিমসহ আরো কয়েকটি এলাকাতেও। মূলত সোমবার থেকেই ইসরাইলে শুরু হয়েছে তীব্র দাবদাহ। আশঙ্কা করা হচ্ছে এ দাবদাহ চলতে পারে আরো কয়েক সপ্তাহ।
# সূত্র : ডয়চে ভেলে