বিশেষ প্রতিনিধি,দূরবীণ নিউজ :
আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতারা সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাতের করেছেন এবং বিকেলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংগঠনিক কার্য্ক্রম শুরু করেছেন।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমীনুল হক ও ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু আজ (মঙ্গলবার) ৩ আগস্ট বিকাল ৪টায় নয়া পল্টনের মহানগর কার্যালয়ে প্রথম অফিস শুরু করেছেন।
আমান উল্লাহ আমান ও আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, “ আমাদের কার্য্ক্রম শুরু করেছি। আমরা সব পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করব।”
আজ মঙ্গলবার সকাল ১১টায় উত্তরার বাসায় গিয়ে মহানগর উত্তর-দক্ষিনের নতুন নেতৃত্ব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তারা দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসা গিয়ে তাদের সাথে দেখা করেন।
এরপরে মহানগর নেতারা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতৃবৃন্দকে স্বাগত জানান। সেখানে থেকে মহানগর নেতা ভাসানী ভবনে মহানগর কার্যালয়ে যান।
গত সোমবার হাবিব উন নবী খান সোহেল ও এম এ কাইয়ুমের নেতৃত্বে মহানগর দক্ষিন-উত্তরের কমিটি ভেঙে দিয়ে আমানউল্লাহ আমানের নেতৃত্বে উত্তরের ৪৭ সদস্য এবং আবদুস সালামের নেতৃত্বে দক্ষিনের ৪৯ সদস্যের নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উত্তরের সদস্য সচিব হয়েছেন আমীনুল হক এবং দক্ষিনের রফিকুল আলম মজনু।
এডিজেড/একে/দূরবীণ নিউজ।