বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ :
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং কামাল আহমেদ মজুমদার, এমপি।
আজ শুক্রবার (৩০ জুলাই) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, প্রয়াত আলী আশরাফ ছিলেন একজন সৎ, অভিজ্ঞ ও জননন্দিত রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই তিনি জনকল্যাণে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে বার বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।
অধ্যাপক আশরাফ প্রাজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
# এডিজেড/ একে / দূরবীণ নিউজ ।