দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রতিবছরের ন্যায় এবারও দ্রুততম সময়ের মধ্যে করোবানী পশুর বর্জ্য আর্বজনা অপসারণের জন্য আগাম প্রস্তুতি ও কৌশল নির্ধারণ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রৌবাহিনীর কমডোর এম সাইদুর রহমানের নির্দেশনার আলোকে আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং শুরু করেছেন।
আর এসব মিটিং এর মাধমে স্থানীয় ওয়ার্ড কাউন্সিরদের সরাসরি তদারকি এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা মাঠে ময়দানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের গত বছরের ন্যায় এবারও শতভাগ কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে ,গত শুক্রবার (১৬ জুলাই) ডিএনসিসি অঞ্চল-৫ এ আসন্ন কোরবানীর বর্জ্য দ্রুত অপসারণের জন্য ৩১ নম্বর ওয়ার্ড মোঃ শফিকুল ইসলাম (সেন্টু) , সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রোকসানা আলম এবং ওই অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূঁইয়া পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে পৃথক পৃথক মিটিং করছেন।
/ কাশেম