দূরবীণ নিউজ প্রতিবেদক :
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান বাহিনীকে যুদ্ধ পরিহার করে আলোচনার টেবিলে যোগ দেয়ার আহবান জানিয়েছেন। তিনি একই সঙ্গে তালেবানকে সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন। ।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের খোস্ত প্রদেশে দেশটির পঞ্চম বিমানবন্দর উদ্বোধন করার সময় এক জনসমাবেশে আশরাফ গনি এসব কথা বলেন। এ বিমানবন্দরটি তৈরি করতে ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।
আশরাফ গনি তালেবান কর্তৃপক্ষকে আরো বলেন, কাল আলোচনার টেবিলে বসার চেয়ে আমরা আজ কেন কথা বসছি না। সিরিয়া, ইরাক, ইয়েমেন, আলজেরিয়া ও লেবানন থেকে অবশ্যই শিক্ষা নেয়া উচিৎ। যদি তালেবান যুদ্ধ চায় তাহলে তাদেরকে সকল ক্ষয়-ক্ষতির দায় নিজেদের কাঁধে নিতে হবে।
এছাড়া ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাবার পরে দেশব্যাপী সহিংসতা সৃষ্টির জন্য তিনি তালেবানকে দোষারোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণা দেবার পর তালেবান বাহিনী নতুন করে দেশটির ১৫০ জেলার দখল নিয়েছে।
সূত্র : ইয়েনি সাফাক