দূরবীণ নিউজ ডেস্ক : ফাইল ছবি
আন্তর্জাতিক মানবপাচারের চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ‘ইউরো আশিক’সহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন যাবৎ এই চক্রটি ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছেন।
আজ রোববার (১১ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে দুপুর ১টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।#