দূরবীণ নিউজ ডেস্ক:
আগামী ২০ জুলাই (মঙ্গলবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা অথাৎ কোরবানীর ঈদ উযাপিত হবে ।
কারণ শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জিলহজ মাস শুরু হবে ১১ জুলাই। আর হজের কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই, শেষ হবে ২১ জুলাই। আরাফাত দিবস পড়েছে ৯ জিলহজ তথা ১৯ জুলাই।
এদিকে সৌদি আরবে হজের আয়োজন সম্পন্ন হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হজ করতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করার অনুরোধ করেছিল। নিবন্ধন করার শেষ সময় পর্যন্ত ৬০ হাজার আবেদন জমা পড়েছে।
করোনাভাইরাসের কারণে এবারো অন্য কোনো দেশ থেকে হজযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
# সূত্র : আরব নিউজ