দূরবীণ নিউজ প্রতিবেদক :
নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক এরশাদ এবং তার মা বিদিশা । বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গুলশান থানায় এ জিডি করা হয়। জিডি নম্বর- ৬৫৫।
আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে কাজী মামুন গণমাধ্যমকে বলেন, ‘সংবাদ সম্মেলন করার পর থেকে সাবেক রাষ্ট্রপতির বাসা প্রেসিডেন্ট পার্ক, এমনকি আমার চলাচলের পথ ও অফিসের আশপাশে অপরিচিত লোকজনের চলাফেরা করতে দেখা গেছে। এতে আমি সাবেক রাষ্ট্রপতির সন্তান এরিক ও তার মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে আমি থানায় জিডি করেছি।’
জিডিতে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী শাহাতা জারাব এরশাদ এরিক, পিতা: হুসেইন মুহম্মদ এরশাদ, মাতা: বিদিশা সিদ্দিক, ১০ প্রেসিডেন্ট পার্ক, দূতাবাস রোড, বারিধারা, ঢাকায় বসবাস করে আসছেন।
কিছু দিন ধরে লক্ষ করতে পারছেন ১০ প্রেসিডেন্ট পার্ক, দূতাবাস রোডসহ আশপাশে অপরিচিত কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এবং প্রেসিডেন্ট পার্কের ওপর নজরদারি করছে।
এমতাবস্থায় শাহাতা জারাব এরশাদ এরিক ও তার মা বিদিশা সিদ্দিকের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।
অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করতে মর্জি হয়।’#