সর্বশেষঃ
সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়তের সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি সরকারি অফিসের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করুন: দুদক কমিশনার সেবাগ্রহীতাদের সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে হবে : দুদক চেয়ারম্যান আজ ট্রাইব্যুনালের প্রথম মামলায় হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে রায়ের দিন  নির্ধারণ !  ৭ অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণায় ২৫ রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর নতুন বাংলাদেশের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ২৫ দলের ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরে অংশ নেয়ার আহ্বান ড.ইউনূসের ছাত্র শিবির  বিজয়ী রাকসুতে ২৩টিতে- ২০, ডাকসুতে ২৮ টিতে- ২৩ , জাকসুতে ২৫টিতে – ২০, চাকসুতে ২৬টিতে – ২৪,  রাকসুতে ভিপি-এজিএস শিবিরের মোস্তাকুর-সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার আজ রাকসু নির্বাচনে ২৩টি পদে সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

জালিয়াতির মাধ্যমে অস্থায়ী দোকান বরাদ্দ, ডিএসসিসির ২ সার্ভেয়ারসহ ৩ জন বরখাস্ত

আবুল কাশেম, দূরবীণ নিউজ :
ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি মার্কেট এবং দুইটি পরিত্যক্ত জায়গায় দোকান বরাদ্দ দেয়ার অপরাধে সম্পত্তি বিভাগের দুইজন সার্ভেয়ারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া এই তিনজন হলেন- সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, সার্ভেয়ার মো. ফারুক হোসেন এবং ট্রেসার আবু শাহাদাৎ মো. সায়েম।

আজ মঙ্গলবার (৬ জুন) ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরে পৃথক অফিস আদেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা যায়, রাজধানীর পুরানা পল্টনে ডিএসসিসির পরিত্যক্ত জায়গা জালিয়াতির মাধ্যমে জনৈক আনোয়ার হোসেনকে বরাদ্দ দিয়েছেন ডিএসসিসির ট্রেসার আবু শাহাদাৎ মো. সায়েম।

আর ডিএসসিসির সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া ও সার্ভেয়ার মো. ফারুক হোসেন পরস্পর যোগশাজসে নিজেরা লাভবান হয়েছেন এবং অপরকে লাভবান করার জন্য ভয়াবহ জালিয়াতির মাধ্যমে বঙ্গ বাজার হর্কাস মার্কেট, গুলিস্তান হর্কাস মার্কেট যা বর্তমানে ঢাকা ট্রেডসেন্টার নামে পরিচিত। এই মার্কেটে ১০৬টি অবৈধ দোকান বরাদ্দ এবং ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করেছেন।

শুধু তাই নয়, এই দুই সার্ভেয়ার জালিয়াতির মাধ্যমে ঢাকা ট্রেডসেন্টারের ১ম,২য়,৩য় ও ৪র্থ তলায় দোকান বরাদ্দের নথি নং-এস্টেট/২৫২৫, তারিখ-১৩/০৯/২০১৩ ইং এর নোট শীট অবৈধভাবে পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে প্রতি বর্গফুট ১৫ টাকা মাসিক ভাড়া নির্ধারণ করে ৩৭,৯৫৪ বর্গফুট দোকান বরাদ্দ দিয়েছেন। অথচ উল্লেখিত মার্কেটে কোনো খালি জায়গা কিংবা পরিত্যক্ত ছিল না। তারা প্রস্তাবে উল্লেখ করেছেন, এসব দোকান বরাদ্দ দিলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। পরে ঢাকা ট্রেডসেন্টারের ১০৬টি অবৈধ দোকান বরাদ্দের পর হস্তান্তর করা হয়েছে।

আরো অভিযোগ রয়েছে, ডিএসসিসির এই দুই সার্ভেয়ারের মূল আবেদনে/ প্রস্তাবে শুধুমাত্র ঢাকা ট্রেডসেন্টারে পরিত্যক্ত ও খালি জায়গা বরাদ্দের কথা উল্লেখ করে ছিলেন।

পরে ওই প্রস্তাবের সাথে তারা ঢাকা নিউমার্কেট বায়তুর রহিম মসজিদের পূর্ব পার্শ্বের ভবনের ছাদের ওপর ছাদ এবং ঢাকা সিটি করপোরেশনের মালিকানাধীন গুলশান-১ নম্বর কাঁচা ও পাকা মার্কেটের পূর্ব পার্শ্বের ভবনের ১ম তলায় ছাদসহ ৫২,৩৩৬ বর্গ ফুট অস্থায়ীভাবে দোকান বরাদ্দের সুপারিশ করেছেন।

ডিএসসিসির এই দুই সার্ভেয়ার ২০০৯ সালে ২৭ সেপ্টেম্বর ঢাকা নিউমার্কেট বায়তুর রহিম মসজিদের পূর্ব পার্শ্বের ভবনের ছাদের ওপর ছাদ অস্থায়ীভাবে দোকান নিজ খরচে ব্যবসায়ীদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রস্তাবিত নোটশীট কানুনগোর নিকট উপস্থাপন করেন। পরে যথারীতি দোকান বরাদ্দও দেওয়া হয়েছে। এই জালিয়াতি চক্রটি নিজেদেরকে রক্ষায় আরো বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তারা ওই মার্কেটে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের স্বাক্ষর স্ক্যান করেছেন এবং দোকান বরাদ্দের পক্ষে তাদের সুপারিশ রয়েছে উল্লেখ করেন।

এসব জালিয়াতির ঘটনায় দুদক ২০১৪ সালে ২৪ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর -৩১। ২০১৫ সালে ২২ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে ওই মামলায়আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। দুদকের চার্জশীট আদালত গ্রহণ করেছেন। এই মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12