দূরবীণ নিউজ ডেস্ক :
‘চুপিসারে’ যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছেন। কিন্তু আফগান কমান্ডারকে কিছু না বলেও গেলেন না। বর্তমানে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগান সরকার তালেবানের তীব্র হামলার সম্মুখীন হচ্ছে।
সোমবার (০৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন বাগরাম বিমান ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মির আসাদুল্লাহ কোহিস্তানি এপি-কে বলেন, আমরা কিছু গুজব শুনেছিলাম যে আমেরিকানরা বাগরাম ত্যাগ করছেন। পরে সকাল ৭টায় তারা বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেন। আমরা পরে বুঝতে পারি যে তারা ঘাঁটি ছেড়ে চলে গেছেন।।
আফগান সরকারের কর্মকর্তরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে আগমনের ২০ বছর পর এ ঘাঁটি ত্যাগ করেছেন। বিমান ঘাঁটি ত্যাগ করার সময় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। তারা যাওয়ার সময় এ বিমান ঘাঁটির দায়িত্বে থাকা নতুন আফগান সেনা কমান্ডারকে কিছু বলেও যাননি। দায়িত্বরত আফগান সেনা কমান্ডার বলছেন যে তারা চলে যাওয়ার দু’ঘণ্টা পরে কাউকে কিছু না বলে যুক্তরাষ্ট্রের সেনারা চুপিসারে বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছেন।
শুক্রবার মার্কিন যুক্তিরাষ্ট্র ঘোষণা করেছে, তারা আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করছেন। আগস্ট মাস শেষ হওয়ার পরেই তারা সমগ্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করতে চান। তবে কয়েক শ’ মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে।
সোমবার আফগান সেনারা বাগরাম বিমান ঘাঁটির দায়িত্ব নিয়েছেন। তারা সাংবাদিকদেরও কড়া নিরাপত্তা বেষ্টিত এ বিমান ঘাঁটি পরিদর্শনের অনুমতি দিয়েছেন।
আফগানিস্তানের এক সিনিয়র সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখন তারা (আমেরিকানরা) পাকাপাকিভাবে এ বিমান ঘাঁটি ত্যাগ করেছেন। এ বিমান ঘাঁটির সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে। ওয়াচ টাওয়ার, বিমান নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থা আর হাসপাতালও আমাদের নিয়ন্ত্রণে।
আফগান সরকারকে টিকিয়ে রাখতে দীর্ঘ দিন ধরে পশ্চিমা বাহিনী এ দেশটিতে অবস্থা করছিলেন। বাগরাম বিমান ঘাঁটি হলো দেশটিতে মার্কিন ও পশ্চিমা সেনা অবস্থানের একটি প্রতীক।
সূত্র : আল-জাজিরা