দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে আরো ৯ হাজার ৯৬৪ জন।
বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ২২৯ জনে। আর মোট করোনা শনাক্ত রোগীর ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
আজ সোমবার (০৫জুলাই) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৪২টি। শনাক্তের হার ২৯.৩০ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
এর আগে রোববার দেশে আরো ৮ হাজার ৬৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৫৩ জন, যা ছিল এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
#