বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি প্রখ্যাত সাংবাদিক ও বাচিকশিল্পী কাফি খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)।
কাফি খান যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।
এদিকে আজ শুক্রবার (২ জুলাই) এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি প্রখ্যাত সাংবাদিক ও বাচিকশিল্পী কাফি খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
বিএনপির মহাসচিব বলেন, কাফি খান শুধু একজন সাংবাদিকই ছিলেন না; তিনি ছিলেন একাধারে জনপ্রিয় সংবাদপাঠক, নাট্য ও চলচ্চিত্রশিল্পী। তার মৃত্যুতে বাংলাদেশ ও বাংলাদেশি জাতীয়তাবাদ একজন বলিষ্ঠ অভিভাবক হারাল।
মির্জা ফখরুল আরো বলেন, কাফি খান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি। কাফি খান সত্তরের দশকের শেষ থেকে আশি দশকের শুরু পর্যন্ত এ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সাংবাদিক কাফি খানের বলিষ্ঠ ভূমিকা আজীবন বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
/এডিজেড/ একে/ দূরবীণ নিউজ