দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এই কঠোর লকডাউনে নগরবাসীর সেবামূলক কার্যক্রম চালু রাখতে স্বাস্থ্যবিধি মেনে মশক, বর্জ্য ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে নির্দেশনা দিয়েছে।
বুধবার (৩০ জুন) সন্ধ্যায় এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়, ডিএসসিসি এলাকায় সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন, স্বাস্থ্যসেবা, সড়ক বাতি, রাস্তা, নর্দমা, খাল, ফুটপাতেরর জরুরি সংস্কার ও পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হবে। করোনাভাইরাস বিস্তার রোধে লকডাউন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে বাস্তবায়নের জন্য জনস্বার্থে কর্পোরেশনের নগর ভবন এবং সব আঞ্চলিক কার্যালয়, বিভাগ, শাখার শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা লকডাউনের আওতামুক্ত থেকে কর্মস্থলে উপস্থিত থাকবেন।
অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী লকডাউনের সময় কর্মস্থল ত্যাগ করবেন এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল ফোন চালু রাখবেন।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার শপিংমল, মার্কেটসহ সব
দোকান পাট, কমিউনিটি সেন্টার, সামাজিক বিনোদন কেন্দ্র, পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে এবং খাবারের দোকান, হোটেল-রেস্টুরেন্টে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করা যাবে।
লকডাউনের আওতামুক্ত অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব যানবাহনের মাধ্যমে অফিসে যাতায়াত করবেন।
জরুরি প্রয়োজনে ৯৫৫৬০১৪ এবং ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
#