দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেছেন, রাজধানীতে মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কাজের মধ্যে সমন্বয়হীনতা কারণেই এই শহরের বিভিন্ন জায়গায় গুচ্ছাকারে জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে ।
আজ বুধবার (৩০ জুন) নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থিত টিকাটুলী খেলার মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র শেখ তাপস এসব কথা বলেন।
নগরীর বেশ কিছু এলাকার গুচ্ছাকারে জলাবদ্ধতা দেখা দিচ্ছে – এমন প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ” শনির আখড়ায় কাজলা খাল উদ্ধারের পর এখনো পুরোপুরি পানি নিষ্কাশন হচ্ছে না। এই প্রতিবন্ধকতার কারণ সেখানে মেট্রোরেল প্রকল্পের চলছে। এই প্রকল্পের কারণে পানি নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরো বলেন, উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেলা এবং যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখাতে কিংবা প্লাস্টিক জাতীয় বোতলগুলো ফেলার কারণে নর্দমার মুখগুলো বন্ধ হয়েগেছে। ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি।
মতিঝিল এলাকার জলাবদ্ধতার প্রশ্নে মেয়র বলেন, “এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য গৃহিত প্রকল্পের কাজটি ঠিকাদার সময়মত শেষ করতে পারেনি। সময়মত কাজ শেষ না করায় ওই ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতার প্রকোপ থাকবে না।”
তিনি বলেন, “এই মাঠে খেলার কোন পরিবেশ ছিলো না। এখন খেলার পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে মাঠটি উন্মুক্ত করা হলো। এখন থেকে ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারবে।”
আজ সকালে মেয়র তাপস মুক্তাঙ্গনে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন । পরে ফকিরাপুল মোড় হতে মতিঝিল পেট্রোল পাম্প এলাকা পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ ও নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রায়েরবাগ থেকে শনির আখড়া পর্যন্ত কয়েকটি জলজট প্রবণ এলাকা পরিদর্শন এবং আজিমপুর শিশুপার্কের উদ্বোধন করেন।
আজ মেয়রের সাথে ছিলেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও মুন্সি আবুল হাশেম, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। #